টাইগার অধিনায়ক সাকিবের কাছে এই জয়টি অনেক গুরুত্বপূর্ন। ম্যাচ শেষে তিনি জানালেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে এ পর্যন্ত সবগুলো পর্বই খেলেছি। কিন্তু মূলপর্বে কখনো জয়ের দেখা পাইনি। তাই এই একটি জয় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ন ছিল।’
সাকিব বলেন, ‘আমরা নিয়মিত উইকেট হারাচ্ছিলাম। কিন্তু জানতাম, ১৫৫ রান হতে পারে এই্ উইকেটে খুব ভালো সংগ্রহ। আমরা সেই লক্ষ্য থেকে দশ রান কম করেছিলাম। কিন্তু আমাদের পেস বোলাররা দূর্দান্ত করেছে। আমরা এখন পেস ইউনিটকে গুরুত্ব দিচ্ছি। আমাদের বেশ কিছু ভালো কিছু পেস বোলার রয়েছে। হাসান মাহমুদ ভালো করছেন। তাসকিন গত দুই তিন বছর ধরেই আমাদের পেস অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছে। এছাড়া ফিল্ডিংয়েও ভালো উন্নতি হয়েছে। আমরা জানতাম, মাঠে ফিল্ডিংয়ে অন্তত ৫-১০ রান বাঁচাতে পারলে সেটা পরে অনেক গুরুত্ব বহন করবে।