শিরোনাম

ম্যানসিটিতে থাকার ইঙ্গিত গার্দিওলার

ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার চুক্তির মেয়াদ আছে আর এক মৌসুম। গেল মৌসুম শেষে তার কণ্ঠে ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার ইঙ্গিত। তবে এবার ইঙ্গিত দিচ্ছেন চুক্তির মেয়াদ বাড়ানোর। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে সবকিছু ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে নিবেন বলে জানালেন এই কোচ।

২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করে আসছেন গার্দিওলা। এর আগে বার্সেলোনার ডাগআউট চার বছর, বায়ার্ন মিউনিখের ডাগআউট তিন বছর সামলেছেন।

তবে নতুন মৌসুম শুরুর আগে সিটিতে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।  “আমি জানি, এমন কথা বলার জন্য উপযুক্ত সময় হয়তো সেটি ছিল না, মাত্রই প্রিমিয়ার লিগ জিতেছি তখন আমরা।

তবে যেটা বলতে চাচ্ছিলাম যে, আট বছর এখানে দায়িত্বে থেকেছি, আরও আট বছর নিশ্চিতভাবেই থাকব না। সেদিক থেকে বললে, দায়িত্ব চালিয়ে যাওয়ার চেয়ে ছেড়ে দেওয়ার কাছেই আছি বেশি। কিন্তু আমি এখনই বলছি না চলেই যাচ্ছি। যখন চলে যাব, সরাসরিই বলে দেব তা।

আরও দেখুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাসে সফলভাবে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করেছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তঃবিভাগীয় এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের প্রতিযোগী দলগুলো অংশগ্রহণ করেছে। ব্যতিক্রমী ক্রিকেটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *