সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম জানালেন গিলক্রিস্ট
Maminul Islam
সেপ্টেম্বর ১৯, ২০২৩
খেলাধুলা
186 বার প্রদর্শিত হয়েছে
কদিন পরই পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসর নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি জানালেন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের নাম।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া’র (পিটিআই) সঙ্গে আলাপকালে গিলক্রিস্ট তার চিন্তাভাবনা দর্শকের সঙ্গে শেয়ার করেছেন।
এই কিংবদন্তি ক্রিকেটার সেখানেই জানিয়েছেন কারা খেলতে পারে বিশ্বকাপের সেমিফাইনালে। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ, তাই উপমহাদেশের শীর্ষ দুটি দলকেই এগিয়ে রেখেছেন গিলি। তিনি বলেন, ‘আমি মনে করি, ভারত ও পাকিস্তান সেমিফাইনালে খেলবে। বাকি দুটি দল হলো – অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সম্পর্কে গিলক্রিস্ট বলেন, ‘বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেখানে যেহেতু আমাদের পূর্ণশক্তির দল থাকবে, তাই ভারতের কন্ডিশন সম্পর্কে তারা অনেক কিছুই জানতে পারবে।’
এবারের বিশ্বকাপ অক্টোবরে শুরু হয়ে নভেম্বরের মাঝমাঝি সময়ে শেষ হবে। এই আসরে অংশ নেবে মোট ১০টি দল।
৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ এবং ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে। source: kalerkantho.com