শিরোনাম

সিফাত শাহরিয়ার সামিকে ক্রীড়া সামগ্রী উপহার দিল স্পোর্টস-২৪/৭

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে ১১৫ বলে ৯ চার, ৬ ছক্কায় ১৪৮ রানের দূর্দান্ত ইনিংস খেলায় কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়ের সিফাত শাহরিয়ারকে ক্রীড়া সামগ্রী উপহার দিল স্পোর্টস নিউজ ভিত্তিক অনলাইন পোর্টাল স্পোর্টস-২৪/৭ । সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও মাহবুব নাহিদ অসুস্থ সিফাত শাহরিয়ারের সাথে দেখা করে তার হাতে ব্যাট, বল, গ্লাভসসহ ক্রীড়া সামগ্রী তুলে দেন। এসময় মাহবুব নাহিদের সাথে স্পোর্টস-২৪/৭ এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিন স্পোর্টস-২৪/৭ টিম সিফাত শাহরিয়ার-এর স্কুলে গিয়ে স্কুলের অধ্যক্ষ এবং সিফাতের কোচ মুস্তাফিজুর রহমানের সাথেও দেখা করেন। তারা সিফাতের পড়াশুনা এবং তার খেলার প্রতি আগ্রহ নিয়ে আলোচনা করেন। এছাড়াও সিফাতের সহপাঠীদের সময় দেন স্পোর্টস-২৪/৭ -এর সিইও, জনপ্রিয় লেখক এবং ক্রীড়া বিশ্লেষক মাহবুব নাহিদ। সিফাতের অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় আত্ববিশ্বাস তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে বলে জানায় তার সহপাঠীরা৷ ভবিষ্যতে দেশের হয়ে সিফাতকে মাঠেও দেখতে চায় তারা। স্পোর্টস-২৪/৭ এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়ের অধ্যাক্ষ।
গত ২৯ মে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয় এবং গভর্মেন্ট কেজি ইউনিয়ন হাই স্কুল পিরোজপুর-এর মধ্যে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ দিন দূর্দান্ত ইনিংস খেলে ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নেন কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়ের সিফাত শাহরিয়ার সামি । তবে দুর্ভাগ্যবশত এই দুর্দান্ত ইনিংস খেলার পর হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ক্ষুদে এই ক্রিকেটার।

আরও দেখুন

ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ এর আনুষ্ঠানিক সূচনা

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় টানা চতুর্থবারের মত আয়োজিত ‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *