সোশ্যাল ইসলামী ব্যাংকে ৭জুলাই সদ্য যোগদানকৃত অ্যাসিন্ট্যান্ট অফিসারদের চতুর্থ ব্যাচের সপ্তাহব্যাপী ‘ওরিয়েন্টেশন কোর্স অন ব্যাংকিং’-শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হান্নান খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আবু তৈয়ব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন শাখা – উপশাখার মোট ৪০ জন নবনিযুক্ত অ্যাসিন্ট্যান্ট অফিসার এতে অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল হান্নান খান বলেন যে, নতুন যোগদানকৃত কর্মকর্তাদের জন্য ব্যাংকের এই ফাউন্ডেশন ট্রেনিং খুবই গুরুত্বপূর্ন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন ।
আরও দেখুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে …