শিরোনাম

কালাজ্বর নির্মুলে প্রথম বাংলাদেশ : বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বীকৃতি লাভ

ভারতের দিল্লিতে ৩ দিনব্যাপী বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার ৭৬তম আঞ্চলিক সম্মেলনে যেখানে কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনাব জাহিদ মালেক,এমপির হাতে এই স্বীকৃতির সনদপত্র তুলে দেন বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল।
এ সময় বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস উপস্থিত ছিলেন।

জনাব জাহিদ মালেক, এমপি এই অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দিকনির্দেশনার কথা উল্লেখ করে ফাইলেরিয়া ও পোলিও নির্মূলেও বাংলাদেশের সফলতার কথা তুলে করেন।

এছাড়াও তিনি বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন অর্জন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমান সরকারের বিশেষ উদ্যোগসমূহ এবং মাননীয় প্রধানমন্ত্রীর অভাবনীয় উদ্যোগ- কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যখাতের সফলতার চিত্র বর্ননা করেন।

সম্মেলনে দক্ষিন পূর্ব এশিয়ার ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. মানসুখ মানদাভিয়া।

উক্ত সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপির সঙ্গে বাংলাদেশের পক্ষ হতে স্বাস্থ্যসেবা বিভাগসচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক,অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র আয়োজনে পেশেন্ট ফোরাম

বাংলাদেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা’য় আজ (৩০ মে, ২০২৪) অনুষ্ঠিত হয়েছে হেড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *