জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল আওয়ামী লীগের জনপ্রিয় নেতা বাবু বিজন কুমার চন্দ।
বাবু বিজন কুমার চন্দ প্রায় চার যুগের রাজনৈতিক জীবনে ছাত্রলীগ, জেলা যুবলীগের আহবায়ক ও সভাপতি, পৌর আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের চারবারের সম্মানিত সদস্য এবং পাঁচ বছর সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এবং তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এর দায়িত্বও পালন করেছেন।
১৫ নং রশিদপুর ইউনিয়নের জনপ্রিয় এই নেতাকে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় রশিদপুর ইউনিয়নবাসী সহ জেলার সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বাবু বিজন কুমার চন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।