আজ শনিবার আকস্মিক পরিদর্শনে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যাপক ডা. মো. আবু জাফর।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তঃবিভাগ এবং সাধারণ ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি সেবাদান কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।