শিরোনাম

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘ওরিয়েন্টেশন ট্রেনিং অন ব্যাংকিং’-শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকে সদ্য যোগদানকৃত অ্যাসিন্ট্যান্ট অফিসারদের চতুর্থ ব্যাচের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে ১১ জুলাই। সোশ্যাল ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। বিভিন্ন শাখা- উপশাখার মোট ৪০ জন নবনিযুক্ত অ্যাসিন্ট্যান্ট অফিসার এতে অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জাফর আলম বলেন, ফাউন্ডেশন ট্রেনিং ব্যাংকিং ক্যারিয়ার গড়ার প্রথম প্রশিক্ষণ যার মাধ্যমে সদ্য যোগদানকৃত কর্মকর্তাগণকে ব্যাংকিং কার্যক্রম করার নিয়ম কানুন সম্পর্কে ধারণা দেয়া হয়। এর মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে একজন ভালো ব্যাংকার হিসেবে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন তারা। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা প্রদান করেন এবং ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে সতর্কতা অবলম্বন করে সততার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন।

আরও দেখুন

ব্র্যাক ব্যাংক ও বিএসআরএম গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ

ব্র্যাক ব্যাংকের সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *