ঢাকা মিরপুরের ছোট্ট সোনামণি আরফির জন্মদিন আজ। কেককেটে পারিবারিকভাবে আরফির জন্মদিন পালন করেন তার আদরের কাজিনরা। আরফির জন্মদিন উপলক্ষে আজ আদর দিয়েছে তার একমাত্র ভাই আরশ, আরাবী, আইরি, আরিবা, পরশা, আনাস, আলীফ, মাহি সহ সকল কাজিনরা।
জন্মদিন উপলক্ষে আরফির জন্য দোয়া চেয়েছেন আরফির মা এবং কাকিমারা। জন্মদিন উপলক্ষে আরিফর জন্য দোয়া করেছেন আরফির দাদু, নানা, নানু, ফুপ্পি এবং খালা মনিরা।
সব শেষে সবাই হাসিখুশি ভাবে দিনটি কাটিয়েছে এবং আরফির জন্য সবাই দোয়া করেছেন।