শিরোনাম

মনে হচ্ছিল নেইমারকে আঘাত করাই উদ্দেশ্য

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চোটে আক্রান্ত নেইমার। ব্রাজিল সুপারস্টারের গোঁড়ালি মচকে গেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তিনি বিশ্বকাপে আর খেলতে পারবেন কিনা- এখন পর্যন্ত তা নিশ্চিত নয়। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে ব্রাজিল। দুটি গোলেই অবদান রাখা নেইমারকে ৮০ মিনিটে মাঠ ছাড়তে হয়।

ম্যাচটিতে বেশ কয়েকবার সার্ব ডিফেন্ডারদের কড়া ট্যাকলের শিকার হয়েছেন তিনি। সব মিলিয়ে ফাউলের শিকারই হয়েছেন ৯ বার! নেইমারকে আঘাত করাই যেন এখন প্রতিপক্ষ ফুটবলারদের টার্গেট। সার্ব ডিফেন্ডারদের মাঝেও এই প্রবণতা দেখা গেছে। যখনই নেইমার আক্রমণে উঠেছে, তখনই তাকে বাজেভাবে ট্যাকল করা হয়েছে।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার গণমাধ্যমকে বলেছেন, ‘ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছে নেইমার। সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটুর আঘাতের প্রভাবে সরাসরি আঘাত লেগেছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চেই আমরা চিকিৎসা শুরু করেছি। ফিজিও কাজ করছেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি বোঝা যাবে।’
(সূত্রকালেরকন্ঠ)

আরও দেখুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাসে সফলভাবে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করেছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তঃবিভাগীয় এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের প্রতিযোগী দলগুলো অংশগ্রহণ করেছে। ব্যতিক্রমী ক্রিকেটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *